জিজ্ঞাসা–১৬৯৬: অফিসের বসের ব্যক্তিগত কাজের জন্য এক জায়গায় যেতে হবে। তিনি আমাকে রাইডার নিয়ে যাওয়ার জন্য বললেন এবং সে অনুপাতে টাকা দিলেন। এখন আমি যদি রাইডারে না গিয়ে বাসে যাই, তার কাজ যথাসময় শেষ করে দিই তাহলে রাইডার এর ভাড়া হিসাবে আমাকে দেয়া টাকা আমি রাখতে পারি কিনা? উল্লেখ্য, তার এ ব্যক্তিগত কাজের জন্য আমাকে কোন পে সে করে না। মেহেরবানী করে জানাবেন। ধন্যবাদ।–মোহাম্মদ মেহেদী হাসান।
জবাব: প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনার বস আপনাকে উক্ত টাকার মালিক বানিয়ে দেন তাহলে সে ক্ষেত্রে আপনি রাইডারে না গিয়ে বাসে যেতে পারেন এবং অবশিষ্ট টাকা আপনি রেখে দিতে পারবেন। অন্যথায় এটি ধোঁকা হয়ে যাবে এবং খরচের বাকি টাকা বসকে ফেরত দিতে হবে।
হাদীসে এসেছে , আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সেও আমার উম্মতভূক্ত নয়। (সহীহ মুসলিম ২৯৪)
অপর হাদীসে এসেছে , আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
মুসলিমরা নিজেদের (চুক্তিপত্রের) শর্তসমূহ পালন করতে বাধ্য। (আবু দাউদ ৩৫৯৪)