জিজ্ঞাসা–১২৯২: বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের মুনাফা কি সুদের মত?–Nahida sultana
জবাব: বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্রসহ যাবতীয় সরকারি সঞ্চয়পত্র এখন পর্যন্ত সুদী পলিসিতেই পরিচালিত হচ্ছে। কারণ লাভ-লোকসান যাই হোক না কেন; সরকার এসব সঞ্চয়পত্রের মুনাফা দিতে বাধ্য। তাছাড়া বাজেটে এগুলো সুদ হিসাবে ধরা হয় যে, আমরা সঞ্চয়পত্রের সুদ দিব। সুতরাং এটা হারাম, নেয়া যাবে না। তবে সরকার যদি কখনও এমন কোনো এন্টারপ্রাইজ বা কোম্পানি চালু করে তা শরীয়াহ কাউন্সিলের মাধ্যমে পারিচলানা করে যেখানে হালাল উপায়ে বিনিয়োগ করে আপনাকে দিবে তাহলে তা হালাল হবে।
আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
হে ঈমানদারগণ! তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তাত্থেকে হালালগুলো ভক্ষণ করো। (সূরা বাকারা ১৭২)
হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবন হানযালা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
دِرْهَمٌ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِينَ زَنْيَةً
জেনে-শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া আল্লাহর নিকট ৩৬ জন নারীর সাথে ব্যভিচারের চাইতে অধিক গুনাহের কাজ। (মুসনাদে আহমাদ ২১৪৫০)
জাবের রাযি. বলেন,
لَعَنَ رَسُولُ اللهِ ﷺ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ.
সুদ গ্রহণকারী, সুদপ্রদানকারী, সুদের হিসাব লেখক এবং সুদের সাক্ষী– এদের সবার উপর নবী কারীম ﷺ লানত করেছেন এবং বলেছেন (গুনাহের ক্ষেত্রে) তারা সকলেই সমান। (সহীহ মুসলিম ১৫৯৮)
শায়েখ উমায়ের কোব্বাদী