জিজ্ঞাসা–১৪৭০: আমি একজনকে ২৮০০০/= টাকা নিয়েছিলাম। সে আমাকে এর বিনিময়ে ৩০ মন ধান দুই মাস পর দিবে বলেছিল। কিন্তু এরই মধ্যে আমার টাকার প্রয়োজন হওয়ায় আমি আরেকজনের কাছ থেকে ১০০০০/= টাকা নিয়েছি এবং তাকে বলেছি আমি যার কাছ থেকে ধান কিনেছি, তার কাছ থেকে ১০ মন ধান এর বিনিময়ে তোমাকে দিব। সে এতে রাজি হয়ে যায়। আমার এই বেচা-কেনা জায়েয হয়েছে কিনা?–হাদিউজ্জামান।
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যার কাছ থেকে ১০০০০/= টাকা নিয়েছেন, তার কাছে ধান বিক্রি করা জায়েয হয় নি। কারণ, বাকিতে ক্রয় করা পণ্য বুঝে পাওয়ার আগে অন্যত্র বিক্রি করা নাজায়েয। হাদীসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। রাসূলুল্লাহ ﷺ বলেন,
مَنِ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتّى يَسْتَوْفِيَهُ، قَالَ ابْنُ عَبّاسٍ: وَأَحْسِبُ كُلّ شَيْءٍ مِثْلَهُ.
কোনো ব্যক্তি খাবার ক্রয় করলে তা বুঝে পাওয়ার আগে যেন অন্য জায়গায় বিক্রি না করে। হযরত ইবনে আব্বাস রাযি. বলেন, আমি মনে করি, সব পণ্যের ব্যাপারে একই হুকুম প্রযোজ্য। (সহীহ মুসলিম ১৫২৫)
শায়েখ উমায়ের কোব্বাদী