জিজ্ঞাসা–৪৭২: আমার বাবার নাম আবুল কালাম আজাদ। আমার নাম জ্যোতি আজাদ। বাবার নাম নিজের নামের সাথে সংযোজন করার কারণে কি ইসলাম বিরোধিতা এবং বেদয়াত হয়েছে?–জ্যোতি
জবাব: উম্মাহাতুল মুমিনীন তথা রাসূলুল্লাহ ﷺ-এর স্ত্রীদের প্রতি তাকালে আমরা দেখতে পাই, তাঁদের নামের সাথে নিজেদের পিতার নাম যুক্ত ছিল। যেমন, আয়েশা সিদ্দিকা রাযি. এর বিয়ের পরেও তাঁর নামের সাথে ‘সিদ্দিকা’ তাঁর পিতার নাম যুক্ত ছিল। সুতরাং নিজের নামের সাথে বাবার নাম যুক্ত করা নিষেধ নয়। আল্লাহ তাআ’লা বলেন, ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ ‘তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত।’ (সূরা আহযাব ৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী