জিজ্ঞাসা–৭৭৫: বার বার মজি বের জলে করণীয় কী?–ashraf
জবাব: এটা স্বাভাবিক। কারো ক্ষেত্রে কম হয় এবং কারো ক্ষেত্রে বেশি হয়। এর জন্য অহেতুকযৌন বিষয়ের চিন্তা থেকে বিরত থাকবেন। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তবে শরিয়তের দৃষ্টিতে মযি বা কামরস নির্গত হলে ওযূ নষ্ট হয় এবং গোসল ওয়াজিব হয় না। আলী রাযি. বলেন,
كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ ﷺ ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ
আমার অধিক মযি বের হত। নবী ﷺ এর কন্যা আমার স্ত্রী হওয়া লজ্জার কারণে আমি একজনকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পাঠালাম। তিনি প্রশ্ন করলে রাসূল ﷺ তাকে বললেন যে, তুমি ওযূ কর ও লজ্জাস্থান ধুয়ে ফেল। (বুখারী ২৬৯)
বিস্তারিত দেখুন জিজ্ঞাসা নং–২৫২।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী