জিজ্ঞাসা–১০৪৫: বিতর নামাজে ভুলবশত দোয়া কুনুত না পড়লে নামায হবে কিনা?–শওকত আলী।
জবাব: বিতর নামাযে দোয়া কুনুত পড়া ওয়াজিব। সুতরাং যদি কোনো ব্যক্তি ভুলক্রমে বিতর নামাযে দোয়ায়ে কুনুত না পড়ে তাহলে তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে। অন্যথায় তার বিতির নামায সহিহ হবে না। (কিতাবুন নাওয়াজেল ৩/৩৬০ ফাতাওয়া কাসিমিয়া ৭/৬২৪)
হাসান রহ. থেকে বর্ণিত, তিনি বলেন,
إِذَا نَسِيَ الْقُنُوتَ فِي الْوِتْرِ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ
যে ব্যাক্তি দোয়া কুনুত ভুলে যায়, সে সেজদায়ে সাহু আদায় করবে। (আসসুনানুল কুবরা, বাইহাকী ৩৯৮৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- বিতির নামায ওয়াজিব না সুন্নত?
- বিতির নামাজে দোয়া কুনুত দেখে দেখে পড়া
- বিতির নামায নিয়ে বিভ্রান্তির জবাব
- বিতির নামাজ পাঁচ রাকাত নয়; তিন রাকাত
- বিতির নামায সহিহ-শুদ্ধভাবে পড়ার নিয়ম
- বিতির নামায সংক্রান্ত কিছু বিভ্রান্তির জবাব
- তাহাজ্জুদ ও বিতির নামাজে উচ্চস্বরে কেরাত পড়া যাবে কিনা?
- দোয়ায়ে কুনুতের সঙ্গে অন্য দোয়া পড়া যাবে কি?