জিজ্ঞাসা–১২৯৬: বিতির নামাজ কখন পড়া উত্তম? ইশার সুন্নতের পরে না তাহাজ্জুদের পরে?–জাকারিয়া ভুঁইয়া।
জবাব: সকল আলেম একমত যে, বিতর নামাযের সময় ইশার নামাযের পরেই শুরু হয় এবং তা ফজর পর্যন্ত থাকে। অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত শুরু হলে বিতরের ওয়াক্ত আর থাকে না। (ড. ওয়াহবা আজ-জুহাইলি, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, খ. ০১, পৃ. ৬৬৯)
সুতরাং যে ব্যক্তি শেষ রাতে উঠতে পারবে না বলে আশংকাবোধ করে তার জন্য বিতির প্রথম রাতে এবং যে ব্যক্তি শেষ রাতে উঠতে পারবে বলে আস্থাবান তার জন্য বিতির শেষ রাতে পড়া মুস্তাহাব। জাবির রাযি. বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যে,
أيُّكُمْ خافَ أنْ لا يَقُومَ مِن آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ، ثُمَّ لِيَرْقُدْ، ومَن وثِقَ بقِيامٍ مِنَ اللَّيْلِ فَلْيُوتِرْ مِن آخِرِهِ، فإنَّ قِراءَةَ آخِرِ اللَّيْلِ مَحْضُورَةٌ، وذلكَ أفْضَلُ
তোমাদের যার আশংকা হবে যে, শেষরাতে সে উঠতে পারবে না, সে যেন বিতর আদায় করে ঘুমিয়ে পড়ে। আর যে রাতে ওঠার ব্যাপারে আস্থাবান সে যেন শেষরাতে বিতর আদায় করে। কেননা শেষরাতের কির’আত (ফিরিশতাদের) উপস্থিতির সময় এবং তা উত্তম। (সহিহ মুসলিম ৭৫৫)
শায়েখ উমায়ের কোব্বাদী