জিজ্ঞাসা–৮৬১: বিড়াল বা কুকুরের পায়খানা যদি জুতায় লাগে তাহলে কি গোসল করতে হবে এবং শরীর কি নাপাক হয়ে যাবে?–noyon
জবাব: বিড়াল বা কুকুরের পায়খানা নাজাসাতে গালিযা। আর এ ধরণের নাজাসাত শরীরে বা অন্য কোথাও লাগলে গোসল ওয়াজিব হয় না। বরং ওই নাজাসাত এমনভাবে দূর করা ওয়াজিব হয় যাতে তার কোনো চিহ্ন অবশিষ্ট না থাকে। কেননা, আল্লাহ তাআলা বলেন, وَثِيَابَكَ فَطَهِّرْ আপন পোশাক পবিত্র করুন। (সূরা মুদ্দাসসির 8)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন