জিজ্ঞাসা–২৩২: আসসলামু আলাইকুম। কেমন আছেন? আমার প্রশ্ন হল প্রস্রাব বা পায়খানায় পানি ব্যবহারের সময় যদি কিছু পানি কাপড় বা শরীরে লেগে যায় তাহলে কি শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে? আর যদি নাপাক হয় তাহলে কি একবার ধুয়ে নিলেই হবে?–রাকিবুল হাসান: gazipur.
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاتهআলহামদুলিল্লাহ, আল্লাহ ভাল রেখেছেন।
ইসতেন্জা করার সময় যে পানি ব্যবহার করা হয় তা থেকে যদি কিছু পানি শরীর বা কাপড়ে লেগে যায় তখন লেগে যাওয়া পানির সঙ্গে বাহ্যিক নাপাকি দেখা না গেলে এতে কোন অসুবিধা নেই। এর কারণে কাপড় বা শরীর নাপাক হয়না। কেননা, এক বর্ণনায় এসছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي الرَّجُلِ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَيَنْضَحُ فِي إِنَائِهِ مِنْ غُسْلِهِ، فَقَالَ: لَا بَأْسَ بِهِ
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. ফরয গোসলের সময় পাত্রে পানির ছিটা পড়া সম্পর্কে বলেন, এতে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৭৮৯)
অনুরূপভাবে বিখ্যাত তাবেয়ী ইমাম যুহরী রহ.কে জনৈক ব্যক্তির (গোসলের হুকুম) সম্পর্কেজিজ্ঞাসাকরা হয়, যার গোসল করার সময় গা বেয়ে পানির ছিটা পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এতে ক্ষতির কিছু নেই। (মুসান্নাফ আবদুর রাযযাক ১/৯২)
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন: ইস্তিঞ্জার (পেশাব-পায়খানার) নিয়ম কি?
আরো পড়ুন: পেশাবের শুকিয়ে যাওয়া স্থানে ভেজা পা পড়লে তার হুকুম কি?
বাথ রুম এর দেয়ালে হাত লেগেছে এতে কি আমার অজু ভেঙ্গে জাবার বা নাপাক হবার কিছু আছে? জানাবেন দয়া করে৷৷ খুব জন্ত্রনা হচ্ছে অন্তরে
দেয়ালে নাপাকি স্পষ্ট দেখা না গেলে নাপাক হওয়ার কিছু নেই।