জিজ্ঞাসা–৮৮৮: বড় ভাইয়ের বউকে ভাবী ডাকা শরীয়তসম্মত কী?– নুরুল হুদা।
জবাব: অভিধান-বিবেচনায় শব্দটির মাঝে অশ্লীলতার প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। তবে প্রচলনে অশ্লীলতার প্রতি ইঙ্গিতবহ হিসাবে শব্দটি ব্যবহৃত হয় না বিধায় বড় ভাইয়ের বউকে ভাবী ডাকা নিষেধ নয়।
উল্লেখ্য, অন্য বেগানা নারীর মতই ভাবীর সঙ্গে পর্দা করা ফরজ। হাদিস শরিফে এসেছে, উকবাহ ইবনু আমির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন,
إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ
তোমরা (মাহরাম নয় এমন) নারীদের নিকট গমণ করা পরিত্যাগ কর। জনৈক আনসারী ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ্! দেবর সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, দেবর তো মৃত্যু সমতুল্য। (বুখারী ৫২৩২ মুসলিম ৫৫৬৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী