জিজ্ঞাসা–১৪১২: আমার প্রশ্ন হচ্ছে, আমার থেকে তিন চার বা পাচ বছরের বড় মেয়েকে বিয়ে করতে পারবো কি? এই বিষয়ে ইসলাম কী বলে এবং সঠিক ফতোয়া কী?–মোঃ পাবেল আহমদ।
জবাব: বিয়ের ক্ষেত্রে বয়সের পার্থক্য কোনো বাঁধা নয়। কেননা, আমারা জানি রাসুলুল্লাহ ﷺ খাদিজা রাযি.-কে বিয়ে করেন। অথচ তিনি ছিলেন বয়সে রাসুলুল্লাহ ﷺ থেকে বড়।
তবে ছেলে মেয়ের বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা বুঝা যায় হযরত ফাতিমা রাযি. এর বিয়ের দিকে তাকালে। তাঁকে বিয়ে করার প্রস্তাব হযরত আবু বকর রাযি. এবং হযরত উমর রাযি.-ও দিয়েছিলেন। যাঁদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কথা বলার অপেক্ষা রাখে না। তাঁরা ছিলেন উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি। কিন্তু রাসূল ﷺ তাঁদের কাছে কম বয়সী ফাতিমা রাযি.-কে বিবাহ দেন নি। দিয়েছেন কাছাকাছি বয়স্ক হযরত আলী রাযি.-এর সাথে। (মওসূআতু হায়াতুস সাহাবিয়্যাত ৬২১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী