জিজ্ঞাসা–৪৮৬: “হাদীস অনুসারে মযী নির্গত হলে অযু করাই যথেষ্ট হবে।” সেক্ষেত্রে অঙ্গ ধুয়ে ফেলার প্রয়োজনীয়তা কী? অনুগ্রহ করে জানাবেন। আপনাদের কার্যক্রমের সাধুবাদ জানাই। তবে,আরেকটু দ্রুত উত্তর পেলে মনের সন্দেহ দূর করে আমল করাটা আরো দ্রুত সম্ভব হত।–মাহ্দী
জবাব: মযি সর্বসম্মতভাবে নাপাক। (ইমাম নববী প্রণীত মাজমূ ২/৬) রাসুলুল্লাহ ﷺ এটা নির্গত হওয়ার কারণে লজ্জাস্থান ধৌত করারও নির্দেশ দিয়েছেন। যেমন, সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, একদা এক ব্যক্তি রাসূল ﷺ কে মযি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ তথা, সে তার লজ্জা স্থান ধৌত করবে এবং ওযূ করবে। (বুখারী ২৬৯, মুসলিম ৩০৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী নকশবন্দী
মাওলানা উমায়ের কোব্বাদী নকশবন্দী