জিজ্ঞাসা–১০০৫: আমাদের মসজিদের একটি ওয়াকফকৃত জায়গা আছে, যা মসজিদ থেকে বেশ দূরে। তবে মসজিদের পাশেই একজনের জায়গা আছে। আর এই জায়গাটা মসজিদের প্রয়োজন। মালিকও রাজি আছে, জায়গাটা মসজিদের জায়গার সঙ্গে অদল বদল করে নিতে। প্রশ্ন হল, এটা শরিয়তসম্মত হবে কিনা?–ইদ্রিস।
জবাব: হ্যাঁ, উক্ত জমি মসজিদের সঙ্গে অদল-বদল করা শরিয়তসম্মত হবে। (আদদুররুল মুখতার ৬/৫৯১ রদ্দুল মুহতার ৬/৫৯২ ফাতাওয়া কাসিমিয়া ৭/৪৭৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
ধন্যবাদ