জিজ্ঞাসা–৮৮০: মসজিদের মাইক দ্বারা মৃত ব্যক্তির এলান কোন জিনিস হারানোর এলান দেওয়া জায়েয আছে কিনা? হাওলাসহ জানিয়ে উপকৃত করবেন।– md jahiruleslam
জবাব: মসজিদে আযান ব্যতীত অন্য কোন ঘোষণা উচিত নয়। যেমন হারানো বিজ্ঞপ্তি প্রচার করা যাবে না। কেননা, আবু হুরায়রা রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِى الْمَسْجِدِ فَلْيَقُلْ لاَ رَدَّهَا اللهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا
কেউ মসজিদে হারানো বিজ্ঞপ্তি শুনলে সে যেন বলে, আল্লাহ যেন তোমাকে জিনিসটি ফেরত না দেন। কারণ, এ কাজের জন্য মসজিদগুলো বানানো হয় নি (মুসলিম ১২৮৮)
অনুরূপভাবে হুযাইফা রাযি. হতে বর্ণিত,
তবে যদি মাইকটি এমনভাবে ওয়াকফকৃত হয় যে, দাতা দেওয়ার সময় মসজিদের কাজের সাথে সাথে অন্য কোন বৈধ কাজেও ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন, অথবা কোন এলাকায় মসজিদের মাইক দ্বারা জানাযার ঘোষণা দেওয়া প্রসিদ্ধ হওয়া সত্ত্বেও দাতা তা হতে বারণ করেন নি তাহলে সেক্ষেত্রে তার অনুমোদিত কাজে ব্যবহার করা জায়েয হবে। (আদ-দুররুল মুখতার ৪/৪৩৩, ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৯, আহসানুল ফাতাওয়া ৬/৪৪৬)
শায়েখ উমায়ের কোব্বাদী
- দাঁড়িওয়ালা ব্যক্তিকে জঙ্গি বলে উপহাসকারী মসজিদের সভাপতি হওয়া
- এমন মসজিদে নামাজ পড়া যেখানে বিদআত আছে
- মসজিদের জমি অন্য জমির সঙ্গে অদল-বদল করা যাবে কি?
- সুদের টাকা দিয়ে ক্রয়কৃত জমিনে নির্মিত মসজিদে নামাজ আদায়
- মসজিদে বায়ু ত্যাগ করলে কি গোনাহ হয়?
- যাকাতের টাকা দিয়ে মসজিদের কার্পেট ক্রয় করা এবং في سبيل الله-এর সঠিক ব্যাখ্যা