জিজ্ঞাসা–৪৪০: মেয়েদের জন্য তো পরপুরুষকে দেখাও হারাম। তাদের সামনে পর্দা করা জরুরী। তাহলে,যদি বিভিন্ন স্কলারদের বয়ান,লেকচার শুনতে হয়,সেই ক্ষেত্রে বিধান কি? ইউটিউবে,যে বয়ানের,লেকচারের ভিডিও আছে, তা দেখার বা শোনার বিধান কি? উল্লেখ্য ইসলাম সম্পর্কে জানার জন্য,এর থেকে ভালো কোনো উপায় আপাতত আমার কাছে নাই। তাই এগুলাই ভরসা।–Ahona Ahmed
জবাব: প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন– জিজ্ঞাসা নং–৩০৪