জিজ্ঞাসা–১৪৪৬: মহিলা পুরুষ এক সাথে কোনো প্রাণী জবেহ করতে পারবে কি?–মুহা. মাহবুবুর রহমান।
জবাব: মা-ছেলে, ভাই-বোন, স্বামী-স্ত্রী কিংবা এজাতীয় মাহরাম হলে জবাই করতে কোনো অসুবিধা নেই। এখানে লিঙ্গগত কোনো ভেদাভেদ নেই। তবে জবাইয়ের পূর্বে বিসমিল্লাহ, আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ
যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় নি, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। (সুরা আনআম-১২১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী