মা-বোনকে আদর করে চুমো দিলে রোযার কোনও ক্ষতি হবে?

জিজ্ঞাসা–১৮৬: আসসালামুয়ালাইকুম। শেইখ, মা আর বোনকে আদর করে চুমো দিলে রোযার কোনও ক্ষতি হবে?– Tahsin

জবাব: وعليكم السلام ورحمة الله

রোজা অবস্থায় যৌনোত্তেজনাসহ অথবা উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে চুম্বন করা মাকরূহ। আর মা-বোনকে আদর করে চুমো দেয়ার ক্ষেত্রে এসব কিছু কল্পনায়ও থাকে না। সুতরাং এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =