জিজ্ঞাসা–৬৭০: আসসালামু ‘আলাইকুম। আমার প্রশ্নঃ আমি যদি অফিসে আমার স্যারকে বলি বেতন না বাড়ালে আমি জব ছেড়ে দিব কারণ অন্য জায়গায় আমার বেশি বেতনে জব হয়েছে। যদিও জব হয়নি। কিন্তু আসলে কোম্পানির সিস্টেম এমন যে এভাবে কেউ চলে যেতে না চাইলে বেতন বাড়াতে চায়না। আমি যেই পোস্টে জব করি সেই পোস্ট অনুযায়ী আমার বেতন অনেকটাই কম। এতে আমার সকল খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে। এমতাবস্থায় আমার জন্য কি এই মিথ্যা বলা জায়েজ হবে? Emdad
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ইসলামি শরিয়তে মিথ্যা বলা সম্পূর্ণ নিষেধ। সুতরাং মিথ্যা কথা বলে অফিস-আদালত থেকে সুবিধা নেয়া জায়েজ হবে না। কেননা মিথ্যা বলে যে কোনো ধরণের সুবিধা নেয়ার পথ ও পদ্ধতি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন,
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
তোমরা মুর্তিপূজার নোংরামী থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে বাঁচো। (সূরা হজ ৩০)
হাদিস শরিফে এসেছে, সাফওয়ান ইবন সুলাইম বলেন,
قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ : أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا ؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا ؟ فَقَالَ: ( لَا )
রসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কৃপণ হতে পারে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি উত্তর দিলেন, না। (মুয়াত্তা মালিক ২/৯৯০) অর্থাৎ মুমিনের বিভিন্ন চারিত্রিক ত্রুটি থাকতে পারে, তবু সে মিথ্যা বলতে পারে না।
শায়েখ উমায়ের কোব্বাদী