জিজ্ঞাসা–১১৭৫: মুক্তাদির জন্য রুকু থেকে দাঁড়ানোর সময় সামিআল্লাহ হুলিমান হামিদা এবং রাব্বানা লাকাল হামদ দুইটাই পড়তে হবে কি না?–Mohammad Tafsir Ahmed
জবাব: মুক্তাদি রুকু থেকে দাঁড়ানোর সময় কেবল ‘রাব্বানা লাকাল হামদ’ বলবে। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وإذا قال: سمِعَ اللهُ لِمَن حمِدَه، فقولوا: اللهمَّ ربَّنا ولك الحمد
যখন ইমাম سمِعَ اللهُ لِمَن حمِدَه বলবে তখন তোমরা اللهمَّ ربَّنا ولك الحمد বলবে। (সুনানে ইবনে মাজাহ ১/৬১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরও পড়ুন