জিজ্ঞাসা–১১৩০: আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ, মুক্তাদি অবস্থায় অযু ভাঙলে নামাজরত অন্যান্য মুক্তাদিদের সামনে দিয়ে যাতায়াত করা যাবে কি?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
এক্ষেত্রে করণীয় হচ্ছে, মুসুল্লিদের নামাজের ক্ষতি না করে কাতার ভেঙ্গে ইশারায় পথ করে দ্রুত অজুর জন্য বের হয়ে যাওয়া; চাইলে নাকের উপর হাত রেখেও বের হতে পারে, যাতে করে মুসল্লিরা বুঝে নিতে পারে যে, তার অজু ভেঙ্গে গিয়েছে এবং সকলেই দ্রুত তার যাওয়ার জন্য জায়গা ফাঁকা করে দিতে পারে।
অযু করে ফিরে আসার পর ইমামের সঙ্গে নামাজে যোগদান করবে। ইমামের সালাম ফিরানোর পর সে উঠে দাঁড়িয়ে বাকি নামাজ যথারীতি আদায় করবে। অজু করে ফিরে আসতে আসতে যদি ইমামের নামাজ শেষ হয়ে যায়, তবে সে একাকী অবশিষ্ট নামাজ আদায় করবে। তবে শর্ত হচ্ছে এ সময় কোনো প্রকার কথা বলা যাবে না। কথা বললে পূর্ণ নামাজ আদায় করতে হবে।
কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ أَصَابَهُ قَىْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْىٌ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ ثُمَّ لْيَبْنِ عَلَى صَلاَتِهِ وَهُوَ فِي ذَلِكَ لاَ يَتَكَلَّمُ
নামাজরত অবস্থায় কারো বমি হলে, নাক দিয়ে রক্ত বের হলে, খাদ্য বা পানীয় পেট থেকে মুখে চলে এলে অথবা বীর্যরস নির্গত হলে, সে যেন বাইরে এসে অজু করে, অতঃপর পূর্বোক্ত নামাজের অবশিষ্টাংশ পূর্ণ করে, উক্ত অবস্থায় যদি সে কথা না বলে থাকে। (সুনান ইবনু মাজাহ ১২২১)
তবে মানুষ সাধারণত উক্ত মাসআলা সম্পর্কে ওয়াকিফহাল নয় বিধায় উত্তম হল, নতুন করে নামাজ আদায় করা। (https://darulifta.info/d/deoband/fatwa)
কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدْ صَلاَتَهُ
যখন নামাজের মধ্যে কারো অজু নষ্ট হয় তখন সে যেন ঐ স্থান পরিত্যাগ করে অজু করে পুনরায় নামাজ আদায় করে। (সুনান আবু দাউদ ১০০৫)
শায়েখ উমায়ের কোব্বাদী
প্রিয় শায়েখ,
যদি বীর্য রস নামাজ রত অবস্থায় বের হয়ে কাপড়ে লেগে যায় তখন কি শুধু ওজু করে নিয়ে নামাজ পরা যাবে।
বীর্য রস নাপাক। এটি যেখানে লাগে ওই জায়গা ধুয়ে নিতে হয় এবং এর দ্বারা ওযু ভেঙ্গে যায়। নামাজের মধ্যে এরকম হলে করণীয় হল, অজু করে পুনরায় নামাজ আদায় করে নিবে। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدْ صَلاَتَهُ
যখন নামাজের মধ্যে কারো অজু নষ্ট হয় তখন সে যেন ঐ স্থান পরিত্যাগ করে অজু করে পুনরায় নামাজ আদায় করে। (সুনান আবু দাউদ ১০০৫)