জিজ্ঞাসা–১৬৭৬: আমি কয়েকদিন আগে সিলেটে গিয়েছিলাম। সেখানে বিশেষ কারণে আমার জোহরের নামাজ কাযা হয়ে যায়। এখন আমি আমার কর্মস্থল ঢাকায় ফিরে এসেছি। ওই কাযা নামাজটা এখন আমি কীভাবে পড়বো? দুই রাকাত পড়বো না চার রাকাত?–আবুল হাসান।
জবাব: মুসাফির অবস্থায় কাযা হয়ে যাওয়া চার রাকাতবিশিষ্ট নামায মুকীম অবস্থায় দুই রাকাত পড়তে হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসাফির অবস্থায় ছুটে যাওয়া জোহরের নামায দুই রাকাত কাযা করতে হবে। হাসান বসরী রহ. থেকে বর্ণিত, তিনি বলেন,
إِذَا نَسِيَ صَلَاةً فِي الْحَضَرِ فَذَكَرَهَا فِي السّفَرِ صَلّى صَلَاةَ الْحَضَرِ وَإِذَا نَسِيَ صَلَاةً فِي السّفَرِ فَذَكَرَهَا فِي الْحَضَرِ صَلّى صَلَاةَ السّفَرِ
কোনো ব্যক্তি যদি মুকীম অবস্থায় কোনো নামায পড়তে ভুলে যায় তারপর মুসাফির অবস্থায় সে নামাযের কথা স্মরণ হয় তাহলে সে মুকীমের মত তা কাযা করবে। আর যদি মুসাফির অবস্থায় কোনো নামায পড়তে ভুলে যায় তারপর মুকীম অবস্থায় সে নামাযের কথা স্মরণ হয় তাহলে সে মুসাফিরের মত তা কাযা করবে। (মুসান্নাফ ইবনু আবী শাইবা ৪৭৭৬)