মোবাইল কোম্পানি থেকে ঋণ নিলে অতিরিক্ত দেয়া জায়েয হবে কি?

জিজ্ঞাসা-৬১: মোবাইল কোম্পানি থেকে ঋণ নিলে airtel company কিছু বেশী টাকা রাখে। এ ঋণ নেওয়া জায়েয হবে কি?–mehedi.

জবাব: ঋণপ্রথা বৈধ, যা সুন্নাহ এবং ইজমা (ঐক্যমত) দ্বারা প্রমাণিত। (মুগনী, ইবনু কুদামাহ,৬/৪২৯) তবে কোম্পানি প্রতিশ্রুত ঋণের বেশি নিলে তা জায়েয হবে না।এটা সুদী লেনদেন হয়ে যাবে। আর সুদের  অবৈধতা আল-কোরআনের সাতটি আয়াত এবং ৪০ টিরও বেশি হাদিস এবং ইজমা দ্বারা প্রমাণিত।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =