আসসালামু আলাইকুম উস্তায!
যাকাতের শর্ত হলো মালিকের ‘হাজতে আসলি’ তথা মৌলিক প্রয়োজন / নিত্য প্রয়োজন ‘ না হওয়া । হাজতে আসলি মানে নিজের ও পৌষ্যপরিজনের খাদ্য, বস্ত্র,বাহন, বাসস্থান ইত্যাদি । উপরিউক্ত সম্পদে তো এমনিতেই যাকাত আসে না।কারণ যাকাত হয় – ব্যবসায়িক সম্পদ, স্বর্ণ-রৌপ্য, টাকা,পশু,ফসল ও খনিজ সম্পদে ।তাহলে কি এর উদ্দেশ্য হলো- এসব প্রয়োজন মেটানোর জন্য রাখা টাকা ?যদি টাকা হয়, তবে ধরা নেই – এক লোকের ৫ লাখ টাকা আছে। এর ২ লাখ টাকা হল এসব খরচের জন্য। তাহলে কেবল বাকি ৩ লাখ টাকার যাকাত হবে???যদি একটু বুঝিয়ে বলতেন
প্রশ্ন করেছে: আলী
ই-মেইল ঠিকানা: [email protected]