জিজ্ঞাসা–১২০৭: ৪ রাকাত ফরজ নামাজে জামাতে পড়ার সময় এক রাকাত জামাতে পড়ার পর যদি বাকি ৩ রাকাত না পড়তে পারি তাহলে এক রাকাত পড়ার পর বসব না কি দুই রাকাত পড়ার পর বসব?–মোঃ রিমন হোসেন।
জবাব: যদি চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে তিন রাকাত ইমামের পেছনে না পায়, তাহলে সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাতের মধ্যে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতিহা পড়বে। আর প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়ে উঠে যাবে। এরপর দ্বিতীয় রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে। (রদ্দুল মুহতার : ১/৫৯৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী