যোহরের পূর্বে চার রাকাত সুন্নাত এক সালামে না দু’ সালামে?

জিজ্ঞাসা–১২২৭: যোহরের ৪ রাকাত সুন্নত নামায একেবারে না পড়ে, ২ রাকাত + ২ রাকাত করে পড়া যাবে?–Nazmul Ahsan Ruhan

জবাব: যোহরের পূর্বের চার রাকাত নামায এক সালামে একত্রে পড়াই সুন্নত। (মারাকিল ফালাহ পৃ. ২৪৫; শরহুল মুনয়া পৃ. ৩৯৪; আলবাহরুর রায়েক ২/৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৪) কেননা, রাসুলুল্লাহ বলেছেন,

أَرْبَعٌ قَبْلَ الظُّهْرِ لَيْسَ فِيهِنَّ تَسْلِيمٌ تُفْتَحُ لَهُنَّ أَبْوَابُ السَّمَاءِ

যোহরের পূর্বে এক সালামে চার রাকাত নামাজ রয়েছে, এগুলোর জন্য আকাশের সকল দরজা খুলে দেয়া হয়। (আবুদাউদ ১২৭০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + sixteen =