রং করা দেয়ালে তায়াম্মুম হবে কি?

জিজ্ঞাসা–১১১৫: আসসালামুআলাইকুম, রংকৃত দেয়ালে তায়াম্মুম করলে তা সহিহ্ হবে কি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।–আবু সাঈদ।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

চুনা, মাটি বা   ইটের  দেয়ালে দ্বারা তায়াম্মুম করা  জায়েয। কিন্তু যদি দেয়ালে   অয়েল   প্রিন্ট,    প্ল্যাস্টিক    প্রিন্ট,   মাইট   ফিনিস, ওয়াল   পেপার   ইত্যাদি   এমন   কোন   জিনিস   থাকে–যা মাটি জাতীয় নয় তাহলে তায়াম্মুম করা জায়েয হবে না। অবশ্য এজাতীয় দেয়াল বা মেজেতে ধুলি থাকলে এগুলোর উপরও তায়াম্মুম করা যাবে। কেননা, তায়াম্মুম সম্পর্কিত আয়াতে আল্লাহ তাআলা বলেন,

فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا

তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর। (সূরা মায়িদা ০৬)

ইমাম আবু হানিফা রহ. বলেন,

يجوز التيمم بجميع ما كان من جنس الأرض ومن اجزائها نحو التراب والرمل وغير ذلك

জমিনের যে কোনো শ্রেণী বা অংশ দ্বারা তায়াম্মুম জায়েয। যেমন, মাটি, ধুলি-বালি ইত্যাদি। (খুলাসাতুল ফাতাওয়া ১/৩৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =