রক্ত বের হলে রোজা ভেঙ্গে যায় কি?

জিজ্ঞাসা–১৫৪৯: নাভির নিচে পশম কাটতে গেলে যদি কোন জায়গা কেটে রক্ত বের হয়ে যায় তাহলে কি রোজা নষ্ট হয়ে যাবে?–মোঃ নাজমুল হোসাইন।

জবাব: রোজা রাখা অবস্থায় রক্ত বের হলে রোজার ক্ষতি হয় না।

হাদিস শরিফে এসেছে, আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, নবী করিম ﷺ হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন এবং রোজা অবস্থায়ও শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। (বুখারী ১৯৩৯ মুসলিম ১২০২)

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. বলেন,

إِنَّمَا الْفِطْرُ مِمَّا دَخَلَ ، وَلَيْسَ مِمَّا خَرَجَ

রোজা প্রবেশ করা দ্বারা ভাঙ্গে; বের হওয়া দ্বারা নয়। (মুসান্নাফ ইবন আবী শায়বা ২/৩০৮)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =