জিজ্ঞাসা–১৭৮: আসসালামু আলাইকুম। রোজা থাকা অবস্থায় দুপুরে ঘুমানো যায় কিনা এবং ঘুমের অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে করণীয় কি? — মোঃ মুঞ্জুর আলি।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
রোজা থাকা অবস্থায় দুপুরে ঘুমানো নিষেধ নয়। এর কারণে রোজা ভাঙে না। এমনকি ঘুমের ভেতরে স্বপ্নদোষ হলে স্বপ্নদোষের কারণেও রোজা ভাঙে না। হাদিসে আছে, আবু সাঈদ খুদরী রাযি. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়- বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। (সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬)
তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা রাযি. বলেন, আবু তালহা রাযি.-এর স্ত্রী উম্মে সুলাইম রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে আরজ করলেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিঃসঙ্কোচ। (তো আমার জিজ্ঞাসা এই যে,) কোনো নারীর স্বপ্নদোষ হলে কি তার উপর গোসল ফরয হয়?’
উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ। যদি সে পানি (ভেজা) দেখতে পায়।’ (সহীহ বুখারী ১/৪২)
এ হাদিস থেকে বোঝা যায়- ১. ছেলেদের মত মেয়েদেরও স্বপ্নদোষ হয়। ২. স্বপ্নদোষ হলে ছেলে-মেয়ে উভয়ের গোসল করা ফরজ হয়।
শায়েখ উমায়ের কোব্বাদী
May Allah best reward you..many many thanks
ধন্যবাদ
Thanks