জিজ্ঞাসা–৮৫০: আসসালামুআলাইকুম। হযরত ভুল বশত রুকুর তাসবীহ যদি সিজদাতে পড়া হয় অথবা সিজদার তাসবীহ রুকুতে পড়া হয় অথবা রুকু ও সিজদায় একই তাসবীহ পড়া হয় সেইক্ষেত্রে করণীয় কি?–Mohammad Tafsir Ahmed
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
কোনো ধরনের করণীয় নেই। তার উপর সেজদায়ে সাহু আসবে না। (দারুল ইফতা, দারুল উলুম, দেওবন্দ, ফতওয়া নং ৭৫৭৮)
তবে এটি নামাজে অমনযোগীতার আলামত। তাই মনযোগের সাথে নামায আদায়ের ব্যাপারে আরো যত্নশীল হতে হবে। নামাজে মনোযোগ ধরে রাখার উপায় জানতে হলে পড়ুন জিজ্ঞাসা নং–৫৪।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী