জিজ্ঞাসা–১৩৫৩: রোজা অবস্থায় গোসলে মাথায় শ্যাম্পু মাখলে রোজার কোনো ক্ষতি হবে কি?–মোঃ সাব্বির।
জবাব: রোজা অবস্থায় সাবান বা শ্যাম্পু মাখলে রোজার কোনো ক্ষতি হয় না। আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি ‘ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা’-কে জিজ্ঞেস করা হয়েছিল,
هل يصح الاغتسال بالماء والصابون في نهار رمضان؟
‘রমজানে দিনের বেলায় পানি ও সাবান দিয়ে গোসল করা যাবে কিনা?’
উত্তরে তাঁরা লখেছেন,
يجوز للصائم أن يغتسل في نهار رمضان بالماء والصابون
‘রমজানে দিনের বেলা রোজাদারের জন্য পানি ও সাবান দ্বারা গোসল করা জায়েয।’ (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা ২৬৯১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী