জিজ্ঞাসা–৭৮৬: রোজা নিয়ে ঘুমানোর সময় যদি কেউ অভ্যাস বশত নিজ স্বামিকে জরিয়ে ধরে ঘুমায় তাহলে কি রোজাতে কোন অসুবিধা হবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: হ্যাঁ; যদি ব্যক্তি নিজের ব্যাপারে জানে যে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে তার জন্য এটি জায়েয। বরং সহবাস কিংবা বীর্যপাত ব্যতীত চুম্বন, আলিঙ্গন ইত্যাদি করাও জায়েয আছে। কেননা আয়েশা রাযি. বলেন,
ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﷺ ﻳُﻘَﺒِّﻞُ ﻭَﻳُﺒَﺎﺷِﺮُ ﻭَﻫُﻮَ ﺻَﺎﺋِﻢٌ ﻭَﻟﻜِﻦْ ﻛَﺎﻥَ ﺃَﻣْﻠَﻜَﻜُﻢْ ﻟِﺈِﺭْﺑِﻪِ
রাসূলুল্লাহ ﷺ রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে মুবাশারা (আলিঙ্গন) করতেন। এবং তিনি ছিলেন তাঁর যৌনাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি। (বুখারী-১৯২৭)
সুতরাং যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না; বীর্যপাত দ্রুত হয়ে যায়। এমন ব্যক্তি ফরজ রোজা পালনকালে তার স্ত্রীকে চুম্বন করা, আলিঙ্গন করা ইত্যাদির মাধ্যমে ঘনিষ্ঠ হওয়া থেকে তাকে সাবধান থাকতে হবে।
শায়েখ উমায়ের কোব্বাদী