জিজ্ঞাসা–১৫৪৭: কোনো রোজাদার ব্যাক্তি কি রোজা রেখে চুল দাড়ি বা নখ কাটতে পারবেন?–মোহাম্মদ মনির।
জবাব: রোজা রেখে নখ, চুল, দাড়ির এক মুষ্ঠির অতিরিক্ত অংশসহ অন্যান্য অবাঞ্ছিত লোম কাটা যাবে। কেননা, রোজা ভঙ্গের সাথে চুল, নখ ও অবাঞ্ছিত লোম কাটার সাথে কোন সম্পর্ক নেই। রোজা নষ্ট হবার সম্পর্ক হল পানাহার ও সহবাসের সাথে। (মুসান্নাফ আবদুর রাযযাক ৭৪৬৮)
উল্লেখ্য, দাড়ি লম্বা রাখা ওয়াজিব এবং তা কমপক্ষে এক মুষ্ঠি পরিমাণ হতে হয়। এক মুষ্ঠির কম রাখা বা একেবারে তা মুন্ডানো সর্বাবস্থায় হারাম এবং কবীরা গোনাহ।
কেননা ইবনে ওমর রাযি.-এর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহু ﷺ বলেছেন,
خَالِفُوا المُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ
তোমরা মুশরিকদের বিরোধিতা কর, দাঁড়ি লম্বা রাখো এবং গোঁফ ছোট কর। (বুখারী ৫৮৯৩ , মুসলিম ৬০০)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন