রোজা রেখে পরনারীর প্রতি তাকালে রোজার ক্ষতি হয় কি?

জিজ্ঞাসা–১৮৯: রোজারত অবস্থায় কোন পরনারীর দিকে চোখ গেলে কি রোজা ভেঙ্গে যাবে কি?— Nomaan hossain

জবাব: রোযার হালতে যে কোনো কবিরা গুনাহে লিপ্ত হলে রোযা মাকরূহ হয়ে যায়। কেননা হাদীসে আছে, আবু হুরায়রা রাযি. বলেন, নবী  কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা-প্রতারণা ও গুনাহের কাজ ত্যাগ করে না আল্লাহ তাআলার নিকট তার পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্য নেই।’ (সহীহ বুখারী, হাদীস ১৯০৩; সুনানে আবু দাউদ, হাদীস : ৩৩৬২) 

তবে অনেক সময় এমন হয়, পথে-ঘাটে আচমকাভাবে পরনারী সামনে এসে পড়ে। হঠাৎ তাদের চেহারার দিকে দৃষ্টি পড়ে যায়। রোজারত অবস্থায় এরকম হলে রোজার কোনও ক্ষতি হবে না। কেননা এজাতীয় পরিস্থিতি সম্পর্কে আলী রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। উত্তরে তিনি বলেছিলেন-

يَا عَلِىُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ. فَاِنَّ لَكَ الْاُوْلى وَلَيْسَتْ لَكَ الْاخِرَةَ

‘হে আলী! আচমকা দৃষ্টি পড়ে গেলে তুমি পুনরায় দৃষ্টি দিওনা। কেননা, প্রথমদৃষ্টি তোমার জন্য ক্ষমাযোগ্য এবং দ্বিতীয়বার দৃষ্টিপাত করা তোমার জন্য ক্ষমাযোগ্য নয়।’ (মেশকাতশরীফ)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 11 =