রোযা অবস্থায় কুলি করার পর মুখের পানি গিলে ফেললে কী করণীয়?

জিজ্ঞাসা-: রোযা রাখা অবস্থায় ওযুর পরে অথবা কোন কারণ কুলি করার পরে মুখের মধ্যে যে থুথু আসে তাতে পানির একটা অংশ আছে বলে মনে হয়। এ থুথু গিলে ফেললে রোযার কোনো ক্ষতি হবে কিনা বা রোযা ভেঙে যাবে কিনা, জানতে চাই?–হাফিজুর রহমান।

জবাব: রোযা অবস্থায় কুলি করার পর মুখের পানি ফেলে দেয়াই যথেষ্ট। পানি ফেলে দেয়ার পর মুখের মধ্যে যে ভেজা-ভেজাভাব থাকে তা গিলে ফেললে রোযা নষ্ট হবে না। তবে কুলি করার পরে দু’এক বার থুথু ফেলে দিলে ভাল।(আদদুররুল মুখতার: ২/৩৯৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =