জিজ্ঞাসা–১৮০৬: আমি যতটা জানি, লাইলাতুল কদরের রাত খুঁজতে হয় রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাত এ ২১/২৩/২৫/২৭/২৯। কিন্তু প্রশ্ন হলো, আরবে একদিন আগে সিয়াম পালন হয় তো সেই হিসাবে আরবে যেটা ২১ সেটা আমাদের ২০ তম সিয়াম। তাহলে আমি কোন দিনগুলো পালন করবো? আরব এর ২১তম না আমাদের ২১তম? স্পষ্ট করে তারিখ উল্লেখ করবেন।–tipu seek
জবাব: লাইলাতুল ক্বদর একটি রাত। যদিও দেশভেদে এটি প্রবেশের সময় ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আরব দেশগুলোতে এটি প্রবেশ করবে তাদের দেশের দিনের বেলার সূর্য ডোবার মাধ্যমে। আফ্রিকার দেশ ও অন্যান্য দেশগুলোতে প্রবেশ করবে তাদের দেশের দিনের বেলার সূর্য ডোবার মাধ্যমে। তাই যেই দেশে সূর্য ডুবেছে সেই দেশে লাইলাতুল ক্বদর প্রবেশ করেছে; এমনকি সেটা যদি ২০ ঘন্টার চেয়ে বেশি সময় লাগে তবুও। এ সকল ব্যক্তিদের জন্য তাদের রাতকে হিসাব করা হবে। ঐ সকল ব্যক্তিদের জন্য তাদের রাতকে হিসাব কর হবে। এতেও কোন বাধা নেই যে, ফেরেশতারা এদের নিকটেও অবতীর্ণ হবে এবং ওদের নিকটেও অবতীর্ণ হবে। (https://shamela.ws/book/26332/5372)
শায়েখ উমায়ের কোব্বাদী