জিজ্ঞাসা–৫৪৩: আসসালামু আলাইকুম,বাড়ির নিরাপত্তার জন্য কুকুর ঘরের ভেতরে না রেখে যদি গেটের সাথে বেঁধে রাখি তাহলে কি সেটা বৈধ এবং আমি কি বাহিরে নিজের নিরাপত্তার জন্য কুকুর সাথে নিতে পারব? কুকুর কিনে কি আমি নিজে ট্রেনিং দিতে পারব, এতে কি নিষেধাজ্ঞা আছে? (এখানে আমি শিকারি কুকুরের কথা বলছি,যেমনঃজার্মান শেপার্ড)।–মোঃশাহ আলম।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–২২৯।