জিজ্ঞাসা–১৯৭: শুধু পানি দ্বারা সেহরি খাওয়া যাবে কি?–Nabil Hassan
জবাব: সেহরি খাওয়া সুন্নাত। যদি ক্ষুধা না লাগে কিংবা খেতে মনে না চায় তবুও সামান্য কিছু হলেও খেয়ে নিবে। পেট ভরে খাওয়া জরুরি নয়, এক ঢোক পানি পান করলেও সেহরির সুন্নাত আদায় হবে। (রদ্দুল মুহতার ২/৪১৯) হাদিস শরিফে এসেছে,
وعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” السُّحُورُ أَكْلَةٌ بَرَكَةٌ فَلا تَدَعُوهُ وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جَرْعَةً مِنْ مَاءٍ فَإِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ
আবু সাইদ খুদরি রাযি. বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেন, সেহরি খাওয়া বরকতময় কাজ। এটা ত্যাগ করো না, যদি এক ঢোক পানি দিয়েও হয় তা গ্রহণ করো। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা সেহরি গ্রহণকারীদের জন্য রহমত বর্ষণ করেন। (মুসনাদে আহমদ: ১১১০৩)
শায়েখ উমায়ের কোব্বাদী