জিজ্ঞাসা–৫৮১: শুধু পানি ব্যবহার করে পস্রাব-পায়খানা থেকে পবিত্র হওয়া যায় না?– abdul aziz
জবাব: মূল বিষয় হল, পবিত্র হওয়া। কেউ যদি শুধু পানি ব্যবহার করার মাধ্যমে নাপাকি থেকে পবিত্র হতে পারে তাহলে তার জন্য ঢিলা বা টিসু ব্যবহার করা জরুরি নয়। তবে উত্তম হল, প্রথমে ঢিলা বা টিসু ব্যবহার করে এরপর পানি ব্যবহার করা। আনাস ইবনু মালিক রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَدْخُلُ الْخَلاءَ فَأَحْمِلُ أَنَا وَغُلاَمٌ نَحْوِي إِدَاوَةً مِنْ مَاءٍ فَيَسْتَنْجِي بِالْمَاءِ
রাসুলুল্লাহ ﷺ যখন শৌচাগারে থাকতেন, তখন আমি এবং আমার মতই একটি বালক পানির লোটা নিয়ে যেতাম। অতঃপর তিনি পানি দ্বারা ইসতিনজা করতেন। (মুসলিম ৫১৩)
আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَطِيبُوا بِالْمَاءِ فَإِنِّي أَسْتَحْيِيهِمْ مِنْهُ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَفْعَلُهُ
তোমরা তোমাদের স্বামীদের পানির সাহয্যে শৌচক্রিয়া সম্পাদন করতে নির্দেশ দিবে, আমি নিজে তাদের সে কথা বলতে লজ্জাবোধ করি। রাসূল ﷺ নিজেও এইরূপ করতেন। (তিরমিযী ১৯)
উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম তিরমিযী রহ. বলেন,
وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ الاسْتِنْجَاءَ بِالْمَاءِ وَإِنْ كَانَ الاسْتِنْجَاءُ بِالْحِجَارَةِ يُجْزِئُ عِنْدَهُمْ فَإِنَّهُمْ اسْتَحَبُّوا الاسْتِنْجَاءَ بِالْمَاءِ وَرَأَوْهُ أَفْضَلَ
আলেমগণ এই ধরণের আমল করেন। পাথর বা ঢিলার সাহায্য ইস্তিঞ্জা যথেষ্ট হলেও পানি দ্বারা ইস্তিঞ্জা করাকে তাঁরা পছন্দনীয় ও উত্তম বলে মত ব্যক্ত করেছেন।
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ পানি ব্যবহার না করে শুধু টিসু ব্যবহার করা ☞ ☞ ইস্তিঞ্জার (পেশাব-পায়খানার) নিয়ম কি? ☞ শিশুর পেশাব নাপাক কিনা? ☞ পেশাবের শুকিয়ে যাওয়া স্থানে ভেজা পা পড়লে তার হুকুম কি? ☞ কয় দিক ফিরে পেশাব করা নিষেধ? ☞ ☞ ☞ পেশাব প্যান্টে লেগেছে সন্দেহ হলে কী করণীয়? ☞ ইস্তেঞ্জায় ব্যবহৃত পানি কাপড়ে লাগলে তা নাপাক হবে কি? ☞ টয়লেটের মশা শরীর বা কাপড়ে বসলে তা নাপাক হয় কি? ☞ পেশাব ঝরার ব্যপারে সন্দেহ হলে কী করণীয়