জিজ্ঞাসা–৫৮৬: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুযুর, সব নারীই কি তার স্বামীর হাড় থেকে সৃষ্ট?–বিনতে মুমিনুর রহমান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
সব নারী নিজের স্বামীর হাড় থেকে সৃষ্ট তা নয়। বরং কোরআন-সুন্নাহ ও সালফে সালিহীনের বক্তব্য থেকে বুঝা যায় যে, সকল মানুষের উৎস হচ্ছে, আদম আ., তাঁকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। তারপর তাঁর থেকে সৃষ্টি করেছেন তাঁর স্ত্রী হাওয়া আ.-কে। তারপর তাঁদের থেকে সৃষ্টি করেছেন গোটা মানবজাতিকে। এর দলিল হল,
১- আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً
হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। (সূরা নিসা ১)
উক্ত আয়াতের তাফসিরে ইবন কাসীর রহ. বলেন,
من نفس واحدة ، وهي آدم ، عليه السلام ( وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا ) وهي حواء عليها السلام ، خلقت من ضِلعه الأيسر من خلفه وهو نائم ، فاستيقظ فرآها فأعجبته ، فأنس إليها وأنست إليه وروى ابن أبي حاتم حدثنا أبي، حدثنا محمد بن مقاتل، حدثنا وكيع ، عن أبي هلال ، عن قتادة عن ابن عباس قال : خُلقَت المرأة من الرجل
‘এক ব্যক্তি থেকে’ তিনি হলেন আদম আ.। ‘তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন’ তিনি হলেন হাওয়া আ.। যাকে সৃষ্টি করা হয়েছে তার পরে তার বাম পাঁজরের হাড় থেকে। তখন তিনি ঘুমিয়ে ছিলেন। জাগ্রত হয়ে যখন তাকে দেখলেন, তখন বিস্মিত হলেন এবং তার প্রতি প্রীত হলেন। তিনিও আদম আ.-এর প্রতি প্রীত হলেন। ইবনে হাতিম তার পিতা থেকে, তিনি মুহাম্মাদ ইবন মুকাতিল থেকে, তিনি অয়াকী’ থেকে, তিনি আবু হিলাল থেকে, তিনি কাতাদাহ থেকে, তিনি ইবন আব্বাস রাযি. থেকে বর্ণনা করেন, (প্রথম) নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষ থেকে। (তাফসির ইবন কাসীর ২/২০৬)
২- অন্যত্র আল্লাহ তাআলা বলেন,
خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তার হুকুম কী? ☞ স্বামীর প্রতি অবিশ্বাস থাকায় মানসিক অশান্তিতে আছি; কী করব? ☞ স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় ☞ স্বামী স্ত্রীর মাঝে আদর্শিক দ্বন্দ্ব; তাহলে কি তালাকের উপদেশ দিব? ☞ সংসার সুখের হয় দু’জনের গুণে ☞ আমার স্বামী ভাল মানুষ; কিন্তু নামাজ পড়ে না; কী করব? ☞ স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমাবে? ☞ ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ কথাটা সত্য কিনা? ☞ মোহর: স্ত্রী মাফ করে দিলে মাফ হয় কিনা? ☞ স্ত্রীর ঋতুকালীন স্বামী কোনো উপায়ে চাহিদা পূরণ করতে পারবে কি? ☞ রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে বস্ত্রহীন হয়ে কি ঘুমানো যায়? ☞ স্ত্রীকে বোন,স্বামীকে ভাই বলে সম্বোধন করা যাবে কি? ☞ সহবাসের সঠিক নিয়ম এবং স্ত্রীর গোপনাঙ্গের দিকে তাকানোর হুকুম ☞ ইসলামে বিয়ের বয়স কত?