জিজ্ঞাসা–১০৫২: সালাতে অনিচ্ছাকৃতভাবে কি ধরণের ভুল হলে সাহু সিজদাহ্ করলে সালাত আদায় হয়ে যাবে এবং সাহু সিজদাহ্ করার নিয়ম কি?–মোঃ রাশেদুল ইসলাম মাহিম।
জবাব:
এক. যে সকল কারণে সাহু সিজদা দিতে হয় তাহল,
–নামাজের মধ্যে কোন ফরজ বা ওয়াজিব আদায়ে বিলম্ব হলে।
–কোন ফরজ দুইবার আদায় হলে।
–নামাজের মধ্যে কোন ফরজ আগ-পর করে ফেললে।
–কোন একটি বা কয়েকটি ওয়াজিব বাদ পড়লে।
–কোন ওয়াজিব পরিবর্তন করলে। (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪)
দুই. সাহু সিজদা করার উত্তম পদ্ধতি হল, শেষ রাকআতে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু…) পড়ে ডান দিকে সালাম ফিরাবে, তারপর নিয়ম মত দুটো সিজদা করে আবার তাশাহহুদ, দরূদ ও দুআয়ে মাছুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। হাদিস শরিফে এসেছে,
عن علقمة: أن عبد الله سجد سجدتي السهو بعد السلام، وذكر أن النبي ﷺ فعله
আলকামা রহ. থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সাহু সিজদা সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন, নবী ﷺ এরূপ করেছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৪৪৭৫)
শায়েখ উমায়ের কোব্বাদী