জিজ্ঞাসা–৫৮৫: আসসালামু আলাইকুম.. নামাযের (ফরজ/সুন্নত/নফল) মধ্যে সিজদারত অবস্থায় দোয়া করলে নামাযে মনোযোগ বেশি ধরে রাখতে পারি। পাশাপাশি নামায সঠিকভাবে আদায়ের প্রতি আমার আগ্রহ বাড়ে এবং অন্তরে প্রশান্তি লাগে। যার ফলে, কিছুটাহলেও পাপ থেকে বেচে থাকতে পারি। এখন এ অবস্থায় আমি সব নামাযে আমি সিজদায় দোআ করতে পারবো ..?–নোমান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, প্রশ্নটির উত্তর ‘আলহামদুলিল্লাহ’ ইতিপূর্বে দেয়া হয়েছে। জানার জন্য পড়ুন– জিজ্ঞাসা নং–১৩৮।
আর নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পড়ুন- জিজ্ঞাসা নং–৫৪, জিজ্ঞাসা নং–২৪১, জিজ্ঞাসা নং–৫৩৬।