জিজ্ঞাসা–৯৬৯: সুদের টাকায় ক্রয়কৃত ত্রাণ কি গ্রহণ করা যাবে? আমার এক আত্মীয় সুদের সাথে সম্পৃক্ত। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে তার সুদের টাকা দিয়ে সবার মাঝে ত্রাণ বিতরণ করছেন। এমতাবস্থায় সে আমাদের কিছু ত্রাণ দিয়েছে। এগুলো কি গ্রহণ করা যাবে? ইসলামে কি জায়েজ আছে? এই সুদের টাকায় ক্রয়কৃত ত্রাণ কি আমাদের জন্য হারাম?–মোর্তাজা হাসান।
জবাব: আব্দুল্লাহ ইবন মাসঊদ রাযি. বলেন, তার নিকটে জনৈক ব্যক্তি এসে বলল, আমার একজন প্রতিবেশী আছে যে সূদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয়। এক্ষণে আমি তার দাওয়াত কবুল করব কি? জওয়াবে তিনি বললেন, مَهْنَأَهُ لَكَ وَإِثْمُهُ عَلَيْهِ ‘তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং এর গোনাহ তার উপরে।’ (মুসান্নাফ আব্দুর রাযযাক ১৪৬৭৫)
এ থেকে বুঝা যায়, যদি ত্রানগ্রহীতা গরিব হয় তাহলে উক্ত ত্রাণ গ্রহণ করা যাবে। তবে গ্রহণ না করা উত্তম।
শায়েখ উমায়ের কোব্বাদী