জিজ্ঞাসা–৮০৫: ব্যাংক এ টাকা রাখলে সুদ দেয়া হয়। কিন্তু ইসলাম এ সুদ খাওয়া হারাম। তাই উক্ত সুদের টাকা মসজিদ-মাদ্রাসায় দান করা যাবে কি? আর দান করা গেলে সদকায়ে জারিয়ার সাওাব পাওয়া যাবে কি?–জাহিদ আহমেদ।
জবাব: সুদের টাকা মসজিদ মাদরাসার কাজে লাগানো জায়েয হবে না। মসজিদ আল্লাহ তাআলার ঘর। মাদরাসা দ্বীনী ইলমের কেন্দ্র। এগুলো মুসলমানদের হালাল ও পবিত্র দান অনুদান দ্বারা নির্মিত ও পরিচালিত হবে। সুদের মত ঘৃণিত অর্থ মসজিদ মাদরাসার মত পবিত্র জায়গাতে ব্যয়ের চিন্তা করাও ঠিক নয়।দারুল উলুম দেওবন্দ-এর ফতোয়ায় বলা হয়েছে–
سودی رقم مال خبیث ہے اورخبیث مال کو عبادت خانہ (مسجد) میں لگانا شرعاً درست نہیں لقولہ علیہ السلام: إن اللہ طیّب لا یقبل إلاّ طیبا الخ (مشکوة:241)
সুদের টাকা নাপাক সম্পদ। আর নাপাক সম্পদ ইবাদতখানা তথা মসজিদে ব্যয় করা শরিয়তের দৃষ্টিতে জায়েয নয়। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন…(মিশকাত ২৪১)। ( http://www.darulifta-deoband.com/home/ur/Waqf-Mosque-Madrasa/1032)
উল্লেখ্য, সুদের টাকা সাওয়াবের নিয়ত ছাড়া গরিবদের মধ্যে অথবা জনকল্যাণমূলক কাজে দান করে দিবে। সাওয়াবের নিয়ত করা যাবে না কারণ, সুদী পন্থায় অর্জিত অর্থের প্রকৃত মালিক আপনি নন।
শায়েখ উমায়ের কোব্বাদী