জিজ্ঞাসা–৫৮৭: একজন মুসলিম শুধু ফরয নামায আদায় করলে হবে যদি অন্য সুন্নত নামায আদায় না করলে গুনাহ হবে?– Abdul Ali Roni
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, রাসূলুল্লাহ ﷺ-পাঁচ ওয়াক্ত ফরয নামাজের পূর্বে ও পরে বার রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করতেন, বিশেষ কোন কারণ ছাড়া তা ত্যাগ করতেন না। এই জন্য এই বার রাকাত সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। সুন্নতে মুআক্কাদার মর্যাদা প্রায় ওয়াজিবের মতো। যা ছাড়লে গুনাহ হয়। ইবন নুজাইম রহ. বলেন,
والذي يظهر من كلام أهل المذهب أن الإثم منوط بترك الواجب أو السنة المؤكدة على الصحيح ؛ لتصريحهم بأن من ترك سنن الصلوات الخمس قيل لا يأثم ، والصحيح أنه يأثم .. . . فالإثم لتارك السنة المؤكدة أخف من الإثم لتارك الواجب
মাযহাবের ইমামদের কথা থেকে স্পষ্ট হয় যে, ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা ত্যাগ করলে বিশুদ্ধ মতানুযায়ী গুনাহ হয়। কেননা, তারা বলেছেন, ‘যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাযের (আগে-পরের) সুন্নতগুলো ছেড়ে দিবে, কেউ বলেন, গুনাহ হবে না। বিশদ্ধ কথা হল, গুনাহ হবে।’ তবে সুন্নতে মুআক্কাদা ত্যাগকারীর গুনাহ ওয়াজিব ত্যাগকারীর চাইতে কম হবে। (আল বাহ্রুররায়েক ১/৩১৯)
আর সুন্নতে যায়েদাহ ছেড়ে দিলে গুনাহ হয় না। এটি মুস্তাহাবের মতো। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। যেমন আসরের আগের চার রাকাত সুন্নত।
তবে এসব সুন্নত ছাড়লে গুনাহ কী ধরনের হয় এ প্রশ্নের আগে এসব পড়লে সওয়াব কী পরিমাণ হয় তা ভাবা দরকার। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ ثَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ
আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি দিবা-রাত্র বার রাকাত (সুন্নাতে মুআক্কাদা) আদায়ে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। চার রাকাত জোহরের ফরয নামাযের পূর্বে এবং দু’রাকাত জোহরের ফরয নামাজের পরে, দু’রাকাত মাগরিবের ফরয নামাজের পরে, দু’রাকআত ইশার ফরয নামাজের পরে এবং দু’রাকআত ফজরের ফরয নামাজের পূর্বে। (সুনানে নাসায়ী ১৭৯৫)
সুতরাং কোনো বুদ্ধিমান মুমিন ইচ্ছা করে এ সুন্নতগুলো ছাড়তে পারেন না।
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ সুন্নত আদায়ের পর অযু ভেঙ্গে গেলে… ☞ সুন্নত নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ফাতিহার পর অন্য সূরা না পড়ে রুকুতে চলে গেলে করণীয় ☞ তারাবী নামাজ সুন্নত না নফল? ☞ বার রাকাত সুন্নত না উমরি কাজা–কোনটা বেশি জরুরি? ☞ ফজর নামাযের পূর্বে সুন্নত পড়তে না পারলে তা কখন আদায় করবে? ☞ নামাযে ফরয/সুন্নাত ছুটে গেলে বা একাধিকবার আদায় করে ফেললে… ☞ তাহিয়্যাতুল অজু ও তাহিয়্যাতুল মাসজিদ ☞ বাবা-মা তারাবী ২০ রাকাত পড়তে না দিলে করণীয় ☞ তাহাজ্জুদ কত রাকাত এবং এর ফজিলত কী? ☞ ফরয নামাজের জায়গায় সুন্নাত-নফল না পড়া ☞ ফজরের জামাত শুরু হয়ে গেলে আগে সুন্নাত পড়বো না জামাতে শরিক হবো? ☞ সহীহ হাদীসের আলোকে কাবলাল জুমআ’ ও বা’দাল জুমআ’ এবং তাহিয়্যাতুল মাসজিদ
জাজাকাল্লাহ খাইরান