জিজ্ঞাসা-১৭: সেজদায় যওয়ার সময় হাত আগে পড়বে না হাটু আগে পড়বে?–আবদুল্লাহ।
জবাব : দাঁড়ানো অবস্থা থেকে সেজদায় যাওয়ার সময় আগে হাটু জমিনে রাখবে, এরপর মাটিতে হাত রাখবে। এরপর নাক, এরপর কপাল, এই ধারাবাহিকতা রক্ষা করা সুন্নত।হযরত ওয়াইল ইবনে হুজর (রা) বলেন, আমি রাসূল (স)-কে দেখেছি তিনি যখন সেজদায় যেতেন তখন হাত রাখার আগে হাটু রাখতেন। আর যখন সেজদা থেকে উঠতেন তখন হাঁটুর পূর্বে হাত উঠাতেন। –আবূ দাঊদ শরীফ, হাদীস নং ৮৩৮, তিরমিযী শরীফ, হাদীস নং ৩৬৮, নাসায়ী শরীফ, হাদীস নং ১০৮৯
ইমাম তিরমিযী রহ. এই হাদীস উল্লেখ করে বলেন, এই হাদীস অনুসারে অধিকাংশ আলেমের আমল। তারা মনে করেন, হাত রাখার পূর্বে হাঁটু রাখবে। এবং হাঁটুর পূর্বে হাত উঠাবে না।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- যে ব্যক্তি নামাজে অনিয়মিত; তার প্রতি নসিহত
- গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে সিজদা কিভাবে দিবে?
- তেলাওয়াতের সিজদার জন্য অযু লাগবে কি?
- সাহু সিজদা কেন দিতে হয় এবং কিভাবে দিতে হয়?
- দুই সিজদার মাঝখানে দোয়া
- পীরের পায়ে সিজদা করা ইসলামে গ্রহণযোগ্য কিনা?
- সিজদায় দোয়া ও নামাযে মনোযোগ ধরে রাখা প্রসঙ্গে
- ইমামের সাথে সাহু সিজদা দিতে হবে কি?
- পুরুষ ও নারীর সিজদা-পদ্ধতি: একটি বিভ্রান্তির জবাব
- মুক্তাদির ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় কি?
- রুকু ও সিজদার তাসবিহ একটির সঙ্গে আরেকটি বদলে গেলে করণীয়
-
জামাতের সঙ্গে নামাজ আদায় : ১০ টি প্রচলিত ভুল