জিজ্ঞাসা–৭৮৩: রোজার এই মাসে সেহেরী ও ইফতার এর পর সিগারেট খাইলে রোজা হবে কিনা?–Sabbir
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, যদি আপনি রোজার মাসের সম্মানার্থে সব ধরণের গুনাহ পরিত্যাগ করেন এমনকি সেহরি ও ইফতারের পর সিগারেট পান করাটাও; তাহলে এটা হবে আপনার তাকওয়ার পরিচয় এবং তখন ওই রোজা কবুল হওয়ার সম্ভাবনা অধিক। আল্লাহ তাআলা বলেন,
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
আর কেউ আল্লাহর শাআয়েরের প্রতি সম্মান প্রদর্শন করলে এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই উৎসারিত। (সূরা হজ ৩২)
অন্যত্র তিনি বলেন,
إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ
আল্লাহ তো মুত্তাকিদেরকেই কবুল করেন। (সূরা মায়েদাহ ২৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী