জিজ্ঞাসা–৭৫৬: আমার এক বান্ধবী এর হাসবেনড রাগের মাথায় বাধ্য হয়ে ওকে মোবাইলে মেসেন্জারে তিন তালাক লিখে পাঠায়। লিখাটি এমন ছিল 1 talak, 2 Takak, 3 talak. কিন্তু সাথে সাথে ওরা ওদের ভুল বুঝতে পারে এবং দুই জনে তওবা করে। ভাই জানত না মোবাইলে লিখে পাঠালে তা হয়ে যায়। আমি জানতে চাই এখন এটা তালাক হয়েছে কিনা। কারন লেখাতে শব্দগত বানান ভুল ছিল–Md. Hasib
জবাব: চিঠি বা ম্যাসেজের মাধ্যমে স্ত্রীকে তালাক দিলেও তালাক পতিত হয়। বিস্তারিত দেখুন জিজ্ঞাসা নং–৭২৮।
বাকি রইল, বানান ভুল করে ফেলা। এসম্পর্কে খুলাসাতুল ফাতাওয়া তালাক অধ্যায়ে এসেছে,
وفي “الفتاوى”: رجل قال لامرأته: أنت تالق، أو تالغ، أو طالغ، أو تالك، عن الشيخ الإمام الجليل أبي بكر محمد بن الفضل: أنه يقع
‘ফাতাওয়া’ নামাক কিতাবে শায়েখ ইমাম আবু বকর মুহাম্মাদ ইবন ফজল থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি তার স্ত্রীকে (ভুল উচ্চারণে) বলল, তুমি তালিক অথবা তুমি তালিগ অথবা তুমি ত্বালিগ; তাহলে তালাক হয়ে যাবে। (যেহেতু এটা সারীহ বা স্পষ্ট তালাক)।’
সুতরাং Takak শব্দ দ্বারাও তালাক হবে। কেননা, প্রশ্নের বিবরণ থেকে বুঝা যায় যে, উক্ত শব্দ দ্বারা তার উদ্দেশ্য তালাকই ছিল। সুতরাং শব্দগত বানান ভুল এক্ষেত্রে ধর্তব্য নয়।
শায়েখ উমায়ের কোব্বাদী