জিজ্ঞাসা–৭৫৩: স্বামী রাগ হয়ে ‘তালাক’ শব্দটা ব্যবহার না করে যদি বলে ‘শেষ’ তাহলে কি সম্পর্ক ছিন্ন হয়ে যাবে?–Nowshin
জবাব: ‘শেষ’ এমন শব্দ যা তালাক ও অন্য অর্থ বহন করে। শরিয়তের পরিভাষায় এজাতীয় শব্দে তালাক দেয়াটাকে বলা হয় ‘কেনায়া তালাক’ বা ইঙ্গিতসূচক শব্দ দ্বারা তালাক। আর কেনায়া তালাকের ক্ষেত্রে নিয়ত তথা তালাকের ইচ্ছা থাকা অত্যাবশ্যক। আর কেনায়া তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয় ৷
সুতরাং যদি কেউ স্ত্রীকে এরূপ কথা বলে এবং তালাকের নিয়ত করে, তবে স্ত্রী তালাক হয়ে যাবে। আর যদি তালাকের নিয়ত না করে তাহলে তালাক হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৭৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
কেনায়া তালাক হলে পুনরায় স্ত্রীকে গ্রহনের নিয়ম কী? দলীলসহ জানতে চায়।
*স্ত্রী যদি স্বামীকে বলে তুমি তোমার মায়ের কাছে ঘুমাও, তখন শরীয়তের বিধান কী?
কেনায়া তালাকের হুকুম হল, এর দ্বারা বিয়ে শেষ হয়ে যায় এবং নতুন করে বিয়ে করা ছাড়া আর এই স্বামীর ঘর করা তার জন্য জায়েয নয়। স্বামী নিজে তাকে রাখতে চাইলেও দ্বিতীয় বার বিয়ে করেই রাখতে হবে।
‘তুমি তোমার মায়ের কাছে ঘুমাও’ এ কথা বললে তালাক হয় না।