জিজ্ঞাসা–১৩০৫: আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন, স্ত্রীর ঠোঁটে চুমু দেওয়া কী ইসলামে জায়েজ?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
ইসলামী শরীয়তের আলোকে স্বামী-স্ত্রীর সম্পর্ক একটি বৈধ সম্পর্ক। তাই স্বামী-স্ত্রী বৈধ যেকোনো উপায়ে একে অপরের সন্তুষ্টি বা মনোরঞ্জন করতে পারে। এ ব্যাপারে কোনো বাধা-নিষেধ নেই। হাদিসে এসেছে,
كان رسول الله ﷺ يُلاعبُ أهله ، ويُقَبلُها
রাসূলুল্লাহ ﷺ তাঁর স্ত্রীর সঙ্গে আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করতেন। (যাদুল মা’আদ ৪/২৫৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী