জিজ্ঞাসা–১২৭১: স্বপ্নদোষের মাঝে ঘুম ভেঙ্গে গেলে এরপর উঠে যদি দেখে মজি নির্গত হয়েছে তাহলে গোসল ফরজ হবে কি?–[email protected]
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, প্রশ্নোক্ত অবস্থায় যদি এক আধ ফোঁটা মজি বের হয় তাহলে তাহলে ইমাম আবু ইউসুফ রহ. বলেন, গোসল ফরজ হবে না। আর ইমাম আবু হানিফা রহ. ও ইমাম মুহাম্মাদ রহ. বলেন, গোসল ফরজ হবে। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনার জন্য গোসল করে নেয়ার মধ্যেই সতর্কতা বেশি। (ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ১/১৬৩)
কিন্তু যদি প্রশ্নোক্ত অবস্থায় মনি বা বীর্য বের হয় তাহলে গোসল ফরজ হবে। কেননা, মনি বের হলে সাধারণত গোসল ফরজ হয়। আল্লাহ তাআলা বলেন,
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ
তোমরা জুনুবি হও তবে (গোসল করে) সারা দেহ পবিত্র করে নাও। (সূরা মায়েদাহ ৬)
বিস্তারিত জানার জন্য দেখুন জিজ্ঞাসা নং–৮৫২
والله اعلم بالصواب